দর পতনের শীর্ষে আনলিমা ইয়ার্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১৯ ১৬:১৮:০৭

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৪.৬০ টাকা। বুধবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৪১.৬০ টাকায়। অর্থাৎ আনলিমা ইয়ার্ন ডাইংয়ের শেয়ার দর ৩ টাকা বা ৬.৭৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইর লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে এইচআর টেক্সটাইলের ৪.৭২ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৪.০২ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেসের ৩.৫৫ শতাংশ, এমএল ডাইংয়ের ৩.৫৩ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৩.২৬ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড প্রথমের ২.৯৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ২.৮৮ শতাংশ, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ২.৭০ শতাংশ এবং খুলনা পাওয়ারের শেয়ার দর ২.৬০ শতাংশ কমেছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












