উৎপাদনে যাবে জিপিএইচ ইস্পাতের নতুন ইউনিট
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১৯ ১৮:০৫:২০
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের সম্প্রসারিত নতুন ইউনিট আগামী বছরের প্রথমার্ধ নাগাদ উৎপাদন কার্যক্রম শুরু করবে। এই ইউনিটটি চালু হলে কোম্পানির এম এস বিলেটের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৮ লাখ ৪০ হাজার টন বাড়বে।
অন্যদিকে এমএস রড ও মিডিয়াম সেকশন এর উৎপাদন বাড়বে ৬ লাখ ৪০ হাজার টন।বিলেট ও রডের বার্ষিক উৎপাদনক্ষমতা বেড়ে হবে যথাক্রমে ১০ লাখ ও ৭ লাখ ৬০ হাজার টন
বুধবার অনুষ্ঠিত কোম্পানির ১২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানানো হয়েছে।
এজিএমে জানানো হয়, জিপিএইচ ইস্পাতের সম্প্রসারিত প্রকল্পটি বিশ্বের সর্বাধুনিক ইএফ কোয়ান্টাম প্রযুক্তিতে স্থাপন করা হচ্ছে। ইএফ কোয়ান্টাম হচ্ছে বিশ্বে ইস্পাত শিল্পে সর্বাধুনিক প্রযুক্তি। এটি অত্যন্ত পরিবেশবান্ধব। এতে প্রচলিত প্রযুক্তির ইস্পাত কারখানার তুলনায় ৩০ শতাংশ জ্বালানি সাশ্রয় হয়। জিপিএইচ ইস্পাতের নতুন কারখানাটিই হবে এশিয়াতে ইএফ কোয়ান্টাম প্রযুক্তির প্রথম ইস্পাত কারখানা।
চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোঃ আলমগীর কবির।
তিনি বলেন, জিপিএইচ ইস্পাত লিমিটেড উদ্ভাবনী ধারণায় বিশ্বাস করে এবং সর্বদা তা কার্যকর করার চেষ্টা করে। কোম্পানির ভিশন হলো আলোক বর্তিকা হয়ে বাংলাদেশের ইস্পাত খাতকে সমৃদ্ধ করা এবং দেশের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়নে সহায়তা করা।
আলোচনায় শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং কোম্পানির পরিচালকগণের প্রতি অনুরোধ রাখেন যাতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং ভবিষ্যতে অধিক পরিমাণে লভ্যাংশ প্রদান করতে পারে।
সবশেষে জিপিএইচ’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল সকল শেয়ারহোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেড, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য শুভাকাঙ্খিদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এজিএমে গত ৩০ জুন ২০১৮ ইং তারিখে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়। এছাড়াও সভায় ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারহোল্ডাদের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ট সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলমাস শিমুল, মোঃ আশরাফুজ্জামান, মোঃ আব্দুল আহাদ, মোঃ আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক এম.এ. মালেক, বেলায়েত হোসেন, নির্বাহী পরিচালক (গ্রুপ) এবং কোম্পানি সচিব আবু বকর সিদ্দিক এফসিএমএ, নির্বাহী পরিচালক (এফ এন্ড বি.ডি) কামরুল ইসলাম এফসিএ, নির্বাহী পরিচালক (প্ল্যান্ট) ইঞ্জি: মাদানী এম. ইমতিয়াজ হোসেন, এ্যাডভাইজার-ইন্টারনাল অডিট আরাফাত কামাল এফসিএ এবং প্রধান অর্থ কর্মকর্তা এইচ এম আশরাফ উজ জামান এফসিএ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় বহু সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
সান বিডি/এসকেএস