শীতল তাপমাত্রার সঙ্গে হিম বাতাস- দুয়ে মিলে গতকালের শেরেবাংলা স্টেডিয়াম ভরদুপুরেও ছিল ছায়া-আবরণে ঢাকা। 'প্রায়ান্ধকার' তাড়াতে আর রাতে খেলার চ্যালেঞ্জ মাড়াতে সাকিব আল হাসান বাহিনীর অনুশীলন হয়েছে তাই ফ্লাড লাইটের আলোয়। তবে সে অনুশীলনে অধিনায়ক ছিলেন না। আসেননি ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনেও। জানা গেছে গায়ে জ্বর আছে তার। শারীরিকভাবে সাকিব যখন অস্বস্তিতে, তখন গোটা দলের অবস্থা মানসিক অস্বস্তির। আধিপত্য দেখিয়ে টেস্ট আর দারুণ খেলে ওয়ানডে সিরিজ জয়ের পর টি২০'র শুরুটা হয়েছে হার দিয়ে। সাধারণত পিছিয়ে যাওয়ার পরের ম্যাচে বেশি থাকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়, কিন্তু তার চেয়ে বেশি আছে এবার বাজে ব্যাটিং থেকে বেরোনোর চাপ। সুখস্মৃতি নিয়ে বছর শেষ করতে হলে জয় চাই বাকি দুটি ম্যাচে। তার আগে সিরিজে টিকে থাকতে হলে জিততে হবে আজকের দ্বিতীয় টি২০তেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।
কেন বাংলাদেশ অস্বস্তিতে, তার জবাব আছে সিলেটে প্রথম টি২০তেই। এক সাকিব ছাড়া দলের বাকিদের ব্যাটিং এতটাই দৃষ্টিকটু ছিল যে, ম্যাচ শেষে বিরক্ত অধিনায়ক বলে ফেলেছিলেন- 'অন্যরা কেন খারাপ করেছে তাদের জিজ্ঞেস করুন।' অস্বস্তির কাঁটা বিঁধছে এ কারণেও যে, পাঁচ মাস আগে এই উইন্ডিজকেই টি২০ সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। সেবার অ্যাওয়ে ম্যাচে পারলে এবার ঘরের মাঠে কেন নয়? অবশ্য এ প্রশ্নটি আবার দলের জন্য উজ্জীবনী শক্তিও। জুলাইয়ে বাংলাদেশ দল উইন্ডিজে গিয়ে সেন্ট কিটসের প্রথম টি২০তে হেরে গিয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হওয়া পরের দুটি ম্যাচ জিতে সিরিজ ট্রফি হাতে তোলেন সাকিবই। এবারও একটি ম্যাচ হাতছাড়া হয়ে গেলেও আরও দুটি সুযোগ আছে। গতকাল সংবাদমাধ্যমের সামনে মুখোমুখি হয়ে কথাটা মনেও করিয়ে দিয়েছেন সৌম্য সরকার। তবে উইন্ডিজ যে টি২০'র বর্তমান চ্যাম্পিয়ন, সে কথা বলতেও ভোলেননি। এখন নিজেদের ঘুরে দাঁড়ানোর সাফল্য আর ক্যারিবীয়দের শ্রেষ্ঠত্বের মধ্যে কোনটি আসলে বেশি এগিয়ে? প্রথম ম্যাচে বাংলাদেশকে ১২৯ রানে আটকে দিয়ে ৫৫ বল হাতে রেখে জিতেছিল উইন্ডিজ। টি২০ ক্রিকেটের তৃতীয় দ্রুততম (১৬ বল) হাফসেঞ্চুরির রেকর্ড গড়ে শেই হোপই ম্যাচ শেষ করে দিয়েছিলেন, দলীয়ভাবে প্রথম ৬ ওভারেই উঠেছিল ৯১ রান! ঘূর্ণিঝড় ফেথাইয়ের ঢেউ পড়েছিল যেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই। ওই দিন ব্যাটিং করার সুযোগ মেলেনি শিমরন হেটমেয়ারের। টেস্ট সিরিজে টি২০ মেজাজে খেলা হেটমেয়ার বুধবার ঢাকায় বসেই ব্যক্তিগত এক সুখবর পেয়েছেন। আসন্ন আইপিএলের নিলামে দল পেয়েছেন ৪.২০ কোটি রুপিতে। সেই সাফল্যে হোক, বা বাংলাদেশ সফরের শেষটুকু রাঙানোর ভাবনায় হোক, গতকাল মিরপুর স্টেডিয়ামে একা একাই দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করে গেলেন তিনি। অনুশীলন বলতে দেখেশুনে খেলা বা বাউন্ডারির শট নয়, একেবারে উড়িয়ে উড়িয়ে মারার। হোপের সঙ্গে আজ যদি হেটমেয়ারও জ্বলে ওঠেন, তবে বাংলাদেশের জন্য বিপদই আছে। যদিও এই ব্যাটসম্যানরা থাকার পরও ফ্লোরিডায় জিতেছি- এমন ভাবনায় পাল্টা আত্মবিশ্বাসের সুযোগও আছে বাংলাদেশের। সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ থাকা ম্যাচে স্বাগতিকরা অবশ্য খুব একটা অদল-বদলে যাচ্ছে না। একাদশে বদল হলে কেবল আবু হায়দার রনির জায়গায় আসতে পারেন রুবেল হোসেন। অপরিবর্তিত একাদশ নিয়ে নামার কথা উইন্ডিজের।