গতকাল বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত ব্যাংকার্স সভার আলোচনায় উঠে আসে বাংলাদেশের ব্যাংকিং খাতে বিতরণকৃত মোট ঋণের ১১ শতাংশই খেলাপি। এ হার অনেক বেশি উল্লেখ করে খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনার জন্য ব্যাংকারদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া যারা ইচ্ছাকৃত ভাবে ঋণখেলাপি করে তাদেরকে শাস্তির আওতায় আনতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে কে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশে কার্যরত অধিকাংশ তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় খেলাপি ঋণের পরিমাণ কমানো ছাড়াও ব্যাংকিং খাত ও অর্থনীতির আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।