হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাত কোটি টাকা মূল্যের ১৪ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমসের প্রিভেন্টিভ দল। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে বিমানবন্দর এলাকা থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
জানা গেছে, সকালে কুয়ালালামপুর থেকে আসা আলফা আরএক্স-৭৮৩ নামে একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এসময় বিমানে তল্লাশি চালানো হয়। পরে বিমানটির একটি সিটের নিচ থেকে ১৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়।
উদ্ধার হওয়া এসব স্বর্ণের মূল্যে ৭ কোটি টাকা বলে কাস্টমসের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান জানান। এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
সানবিডি/ঢাকা/রাআ