বিশ্বের সবচেয়ে দামি চায়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটেনের পিজি টিপস ডায়মন্ড টি ব্যাগ। পিজি টিপস ইউনিলিভার ইউকের একটি জনপ্রিয় চায়ের ব্র্যান্ড। ২০০৫ সালে প্রতিষ্ঠানটির ৭৫তম বর্ষপূর্তিকে কেন্দ্র করে তৈরি করা হয় পিজি টিপসের একটি বিশেষ টি ব্যাগ, যা বিশ্বের সবচেয়ে দামি টি ব্যাগের স্বীকৃতি পায়। হীরাযুক্ত টি ব্যাগটির দাম ধরা হয় ১৫ হাজার ডলার।
ইউনিলিভার ইউকের ৭৫তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতেই তৈরি হয় পিজি টিপস ডায়মন্ড টি ব্যাগ। এতে যুক্ত করা হয় ছোট ছোট ২৮০টি হীরা। টি ব্যাগটিতে সুতার বদলে ব্যবহার করা হয় রুপার চেইন। বাহ্যিক আভিজাত্যের পাশাপাশি এ টি ব্যাগে ব্যবহার করা হয় বিশ্বের অন্যতম দামি সুগন্ধি চা। চায়ের স্বতন্ত্র ফ্লেভার ও বাহ্যিক আভিজাত্য সব মিলিয়ে টি ব্যাগটি দ্রুতই ইউরোপ-আমেরিকার অভিজাতদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তী সময়ে ম্যানচেস্টার চিলড্রেন্স হসপিটালের এক নিলামে এটি দাতব্য কাজের জন্য দান করা হয়।