আসন্ন ৩০শে ডিসেম্বরের একাদশ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের জন্যও আগামী ২৭ ডিসেম্বর বার্ষিক হিসাব ক্লোজিংয়ের দিন নির্ধারণ করেছে । নির্বাচনের পরের দিন ৩১ ডিসেম্বর যথারীতি ব্যাংক হলিডে পালন করা হবে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের চলতি বছরের বার্ষিক হিসাব ক্লোজিংয়ের দিন আগামী ২৭ ডিসেম্বর নির্ধারণ করা হলো। ৩১ ডিসেম্বর যথারীতি ব্যাংক হলিডে অপরিবর্তিত থাকবে।