বাংলাদেশকে বিশ্বব্যাংক ‘কর্মসংস্থান কর্মসূচিভিত্তিক নীতি-কৌশল ঋণ সহায়তা’ হিসেবে আগামী তিন বছর মেয়াদে সাড়ে ৭ বিলিয়ন (৭শ’৫০মিলিয়ন) মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে।
এই ঋণ সহায়তার আওতায় প্রখম বছরের (২০১৯) অংশ হিসেবে দেয়া হচ্ছে আড়াই বিলিয়ন (২শ’৫০মিলিয়ন) মার্কিন ডলার। গত ১২ ডিসেম্বর বিশ্বব্যাংকের বোর্ড সভায় বাংলাদেশকে আড়াই বিলিয়ন ডলারের ঋণ সহায়তার প্রস্তাব অনুমোদিত হয়েছে।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়েছে, বিশ্বব্যাংক থেকে প্রাপ্ত ঋণের মধ্যে এটি সর্ববৃহৎ একক ঋণ। বাংলাদেশ সরকার বাজেট সহায়তা হিসাবে প্রাপ্ত এ অর্থ যেকোনো উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য ব্যয় করতে পারবে।