বাগেরহাটের রামপালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে চালকের সহকারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
খুলনা ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো. রেজাউল করিম জানান, বুধবার রাত ৩টার দিকে রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকার খুলনা-মংলা মহাসড়কে এ দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলা পেড়িখালী গ্রামের আবু তাহেরের ছেলে ফেরদৌস এবং মোংলা পৌরসভার মাদরাসা সড়কের সরোয়ার হোসেনের ছেলে মো. কামরুল।
ফায়ার সার্ভিস কর্মকর্তা রেজাউল করিম বলেন, বুধবার রাতে ঢাকা থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা আল আরাফাত পরিবহনের বাসটি সোনাতুনিয়া এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারান।
“তাতে বাসটি রাস্তার ওপরে উল্টে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।”রেজাউল করিম জানান, আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সানবিডি/এনজে