সূচকের উত্থানে শেষ লেনদেন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১২-২০ ১৫:৩৭:০৭
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২০৯ পয়েন্টে এবং ডিএসই ৩০সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৪২ পয়েন্টে।
লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।
আর দিনশেষে লেনদেন হয়েছে ৪৬২ কোটি ৮৫ লাখ ৫১ হাজার টাকা। আগের দিন থেকে লেনদেন ৬৫ কোটি টাকা বেড়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৯৭ কোটি টাকা।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৪১ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৯টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। সিএসইতে মোট ৪৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস