মিয়ানমার সেনাবাহিনীর রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানকে গণহত্যা আখ্যা দেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটররা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছে বুধবার এক চিঠিতে এই আহ্বান জানান দেশটির প্রধান দুই দলের সিনেটররা।
চিঠিতে বলা হয়, রোহিঙ্গা ইস্যুতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে গণহত্যার যথেষ্ট প্রমাণ থাকলেও একে আনুষ্ঠানিকভাবে গণহত্যা আখ্যা দেয়া হয়নি। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিনেটররা বলেন, মিয়ানমার সেনাবাহিনীর অভিযানকে গণহত্যা আখ্যা দেয়া না হলে, তা হবে সত্য ও দায়িত্ব অস্বীকারের সামিল।
গত সেপ্টেম্বরে মার্কিন পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটিও মিয়ানমারের সেনা অভিযানকে গণহত্যা হিসেবে ঘোষণা দিতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানায়।
গত বছর আগস্টে রাখাইনে সেনাবাহিনীর অভিযানের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা।
সানবিডি/এনজে