শেয়ার দর বৃদ্ধির শীর্ষে আনলিমা ইয়ার্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২০ ১৬:০৭:২৩


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৪১.৬০ টাকা। বৃহস্পতিবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৪৫.৭০ টাকায়। অর্থাৎ আনলিমা ইয়ার্ন ডাইংয়ের শেয়ার দর ৪.১০ টাকা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইর গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে খুলনা পাওয়ারের ৯.৩৩ শতাংশ, সিলভা ফার্মার ৭.৪১ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৬.৬১ শতাংশ, মুন্নু জুটের ৬.২৫ শতাংশ, গ্রীণ ডেল্টার ৫.৭২ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৫.৪১ শতাংশ, বিডিকম অনলাইনের ৫.২৬ শতাংশ, প্রাইম ব্যাংক প্রথম আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫.২৬ শতাংশ এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.২১ শতাংশ বেড়েছে।

সান বিডি/এসকেএস