আগের ম্যাচেও ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন তামিম ইকবাল। ইনজুরি থেকে ফেরার পর ওয়ানডে সিরিজে টানা দুটি হাফ সেঞ্চুরি করে তামিম ইকবাল বুঝিয়ে দিয়েছিলেন, ছন্দহারা হননি তিনি। কিন্তু টি-টোয়েন্টিতে কোনোভাবেই নিজেকে চেনাতে পারছেন না। প্রথম ম্যাচে ৫ রান করে আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে আর ১০ রান বেশি করতে পেরেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে ১৫ রান করে আউট হয়ে গেলেন তিনি।
১৬ বল খেলেছিলেন তামিম। রান করেছেন ১৫টি। এক প্রান্তে লিটন কুমার দাস পিটিয়ে খেললেও তামিম কেমন যেন টাইমিং করতে পারছিলেন না। ব্যাটে বলে হচ্ছিল না তার। যার খেসারত দিতে হয়েছে তামিমকে। ফ্যাবিয়েন অ্যালেনের বলে জোরে খেলতে গিয়ে বল তুলে দেন শর্ট মিডউইকেটে। শেলডন কটরেলকে বলটি তালুবন্দী করতে কোনোই কষ্ট করতে হয়নি।
নিজের ইনিংসটিতে মাত্র একটি বাউন্ডারির মার ছিল তামিমের। তবে বাংলাদেশ দলের এই ওপেনার আউট হয়ে গেলেও লিটনের সঙ্গে গড়ে যান ৪২ রানের একটি জুটি। লিটন কুমার দাস অন্যপ্রান্তে যেন ঝড় তুলে দিয়েছেন।
এ রিপোর্ট লেখার সময় লিটনের রান ২৯বলে ৫৬। ৬টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কা মেরেছেন তিনি। । ২১বলে ৩২ রানে উইকেটে রয়েছেন সৌম্য। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১১ ওভার শেষে ১১০।
সানবিডি/ এনজে