ব্যালন ডি’অর কার না চাই। আরাধ্য এই ট্রফি পেতে সবাই মাথার ঘাম পায়ে ফেলেন। কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের কথা শুনে মনে হচ্ছে, এই ট্রফি জিততে অতটা মরিয়া নন তিনি। নিজেই বলে দিয়েছেন, আমি এবার ব্যালন ডি’র পাচ্ছি না।
স্পেনের বিন স্পোর্টসকে নেইমার আরো বলেন, ‘নিজে না খেললে টিভিতে খেলা দেখতে ভাল লাগে না। এবং আমি সেটা দেখিও না।’
বার্সেলোনার তারকা এই খেলোয়াড় তার সর্বশেষ আট ম্যাচে করেছেন ছয় গোল। মেসিহীন বার্সাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন দারুণভাবে। লা লিগায় দলটি রিয়ালের সমান পয়েন্ট নিয়ে এগিয়ে যাচ্ছে।
নেইমার বার্সায় আসার পর প্রথম গোল করেন রিয়ালের বিপক্ষে। সেই স্মৃতি মনে করে বলেন, ‘রিয়ালের বিপক্ষে করা গোলটিই আমার ক্যারিয়ারের মধুরতম স্মৃতি। এটা ছিল আমার জীবনের অন্যতম সেরা দিন।’
‘ব্রাজিল-আর্জেন্টিনা যেমন ঠিক তেমন বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। আমি যেভাবে খেলছি তাতে খুশি। এই বছরটা আমার ক্যারিয়ারের সেরা সময়। আশা করি মেসি-সুয়ারেজের সঙ্গে আমি আরো অনেক বছর এভাবে পার করতে পারব। আমরা কেমন খেলি তা জানি না। তবে বলতে পারেন আমরা গ্রেট খেলোয়াড়।’
সানবিডি/ঢাকা/রাআ