সরকারি ব্যাংকগুলোর মন্দ ঋণ কমাতে উদ্যোগ নিচ্ছে ভারত সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে ভারত সরকার ৮৩০ বিলিয়ন রুপি ব্যয় করতে চায়। আগামী মার্চ মাসের মধ্যে এই কাজটি করতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিজনেস টাইমসের সূত্র মতে, নরেন্দ্র মোদি বলেন, এটি করা গেলে আগামী বছরে দেশের প্রবৃদ্ধি বাড়বে।
অন্যদিকে, আজ ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী অরূণ জেটলী বলেন, ৪১০ বিলিয়ন রুপি ব্যয় করার জন্য সংসদীয় অনুমোদন চাওয়া হয়েছে। এই অনুমোদন পাওয়া গেলেই কাজটি শুরু হবে। চলতি অর্থবছরে ইতিমধ্যে ১.০৬ ট্রিলিয়ন রুপি ব্যয় করা হয়েছে।
এদিকে, মন্দ ঋণ কমাতে ভারতের সরকারি ব্যাংকগুলো নতুন প্রকল্পে ঋণ দিতে কঠোর হচ্ছে। অর্থনৈতিক মন্দার বিপরীতে ২০১৯ সালের নির্বাচনে মোদির বিপরীত দলগুলো তাকে আক্রমণ করতে সচেষ্ট। ইতালির পর বিশ্বের সবচেয়ে খারাপ ঋণ অনুপাত ভারতের।
সানবিডি/ এনজে/জিইউ