ভারতে পাউডার তৈরীতে জেএন্ডজে কোম্পানীকে কাচাঁমাল ব্যবহারে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-২১ ১৫:২৫:৫২
বৃহস্পতিবার একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জনসন এবং জনসন কোম্পানীকে শিশুদের পাউডার তৈরীতে কাচাঁমাল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন যতক্ষন পর্যন্ত এটা ক্ষতিকর পর্দাথমুক্ত প্রমাণিত না হয়।
সেন্ট্রাল ড্রাগ স্ট্যার্ন্ডাড কন্ট্রোল অরগানাইজেশন(সিডিএসসিও)এর একজন অফিসার , যিনি বিষয়টির গুরুত্বসর্ম্পকে বর্ণনা করেছিলেন, তিনি মার্কিন কোম্পানিকে একটি লিখিত আদেশনামা পাঠিয়েছিলেন এটা বন্ধ করতে ‘‘বিশাল পরিমাণ’’কাঁচামাল ভারতের উত্তর এবং পশ্চিমাঞ্চল এলাকার গাছপালা থেকে সংগ্রহ করা হয়।
বুধবার কোম্পানীটি জানায় যে, ভারতীয় ওষুধ কর্তৃপক্ষ এটা পরিদর্শন করেছেন এবং এর্ ট্যালকম পাউডারের কিছু‘‘ পরীক্ষা এবং নমুনা’’ নিয়েছেন. তারা আরো বলেছেন যে এই পাউডার ব্যবহারের নিরাপত্তার র্দীঘ ইতিহাস বিশ্বব্যাপী স্বাধীনভাবে গবেষণা এবং বৈজ্ঞানিক ও ক্লিনিক্যালভাবে প্রমাণিত।
অফিসসূত্রে জানা গেছে, সিডিএসসিও কর্তৃপক্ষ তালিকা অনুযায়ী এই কোম্পানীর কিছু বেবী শ্যাম্পু এবং সাবানের উপাদান পরীক্ষার জন্য নিয়ে গেছে।
সানবিডি/এনজে