সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২২ ১২:৪৩:৩৯
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। কোম্পানিটির দর ২১.৯০ শতাংশ দর বেড়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে,আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ২৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ৫৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৮ কোটি ২৫লাখ টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৭০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, মুন্নু জুট স্ট্যাফলার্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সান বিডি/এসকেএস