সাপ্তাহিক দর পতনের শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২২ ১২:৪৮:৩৮


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৭৩ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির এক কোটি ৯৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ৯.৪৮ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ কোটি ৭৩ লাখ টাকার  শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে এম.এল ডাইং লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৩৯ শতাংশ। গড়ে প্রতিদিন প্রায় ৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট  ৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কেয়া কসমেটিকস, সাভার রিফ্যাক্ট্ররিজ, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ও দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড।

সান বিডি/এসকেএস