সাপ্তাহিক গেইনারের শীর্ষ তালিকা বীমা খাতের দখলে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২২ ১৪:৩৪:৩০
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)সাপ্তাহিক গেইনারের শীর্ষ দশের তালিকা বীমা খাতের দখলে রয়েছে। এ তালিকায় উঠে এসেছে বীমা খাতের ৬০ শতাংশ কোম্পানি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ডেফোডিল কম্পিউটার্সের শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে। ওই সময় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১.৯০ শতাংশ বেড়েছে।
ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- শাহজিবাজার পাওয়ারের ১৬.৫৮ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ১৫.৭০ শতাংশ, রূপালি ইন্স্যুরেন্সের ১৩.১১ শতাংশ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ১২.৯০ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ১২.৫৬ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১২.৩৪ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ১০.৭৩ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ১০.৫৩ শতাংশ ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১০.১১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সান বিডি/এসকেএস