ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ কয়লা রফতানির লক্ষ্য পূরণে জ্বালানি পণ্যটির উত্তোলন বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বছরের শেষ সময়ে এসে দেশটির খনিগুলো থেকে বাড়তি কয়লা উত্তোলন করা হচ্ছে। এ ধারাবাহিকতায় চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে (৮-১৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে কয়লা উত্তোলন ১৫ সপ্তাহের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর মাইনিংডটকম ও রয়টার্স।
যুক্তরাষ্ট্রে কয়লা উত্তোলন নিয়ে গত শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে ইআইএ। এতে বলা হয়েছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের খনিগুলো থেকে সব মিলিয়ে ১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার শর্ট টন কয়লা উত্তোলন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৩ শতাংশ বেশি। ২০১৭ সালের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের তুলনায় চলতি বছরের একই সময় যুক্তরাষ্ট্রে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে দশমিক ৯ শতাংশ।
১৫ সপ্তাহের মধ্যে এটাই যুক্তরাষ্ট্রে জ্বালানি পণ্যটির সর্বোচ্চ সাপ্তাহিক উত্তোলন। দেশটির চারটি অঞ্চল থেকে কয়লা উত্তোলন হয়। আট সপ্তাহ ধরে এ চারটি অঞ্চলেই জ্বালানি পণ্যটির উত্তোলনে প্রবৃদ্ধি বজায় রয়েছে বলে জানিয়েছে ইআইএ।
কয়লা উত্তোলনকারী দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্বে দ্বিতীয়। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর প্রতি বছর দেশটি থেকে উল্লেখযোগ্য পরিমাণ কয়লা রফতানি হয়। জ্বালানি পণ্যটির রফতানিকারকদের বৈশ্বিক তালিকায় দেশটি চতুর্থ অবস্থানে রয়েছে। মোট বৈশ্বিক রফতানির ৮ দশমিক ৯ শতাংশ কয়লা এককভাবে জোগান দেয় যুক্তরাষ্ট্র।
চলতি বছর শেষে দেশটি থেকে কয়লার সম্মিলিত রফতানি ১০ কোটি ৫৭ লাখ টনে পৌঁছে যেতে পারে বলে মনে করছে মার্কিন সেনসাস ব্যুরো। দেশটির ইতিহাসে এটিই হতে যাচ্ছে কয়লা রফতানির দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। বাড়তি রফতানির সম্ভাবনা থেকেই কয়লা উত্তোলন বাড়িয়ে দিয়েছে মার্কিন উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলো।