আজ ৯ কোম্পানির এজিএম
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৩ ১০:৫০:৫২

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রোববার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : বিবিএস কেবলস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, আরএন স্পিনিং, ফার কেমিক্যাল, গ্লোবাল হেভি কেমিক্যারস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ফু ওয়াং ফুড, কনফিডেন্স সিমেন্ট এবং ইনটেক লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে বিবিএস কেবলসের সকাল ১০টায় ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের দুপুর ১২টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, জৈনা বাজার, টেলিহাট, শ্রীপুর, গাজীপুরে; আরএন স্পিনিংয়ের বেলা ১১টায় ও ফার কেমিক্যালের দুপুর সাড়ে ১২টায়, লালমাই অডিটরিয়াম, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভলেপমেন্ট (বিএআরডি), কোটবাড়ী, কুমিল্লায়; গ্লোবাল হেভি কেমিক্যারসের বেলা ১১টায়, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, কাকরাইল, ঢাকাতে; ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের সকাল সাড়ে ১০টায় ইন্ট্রাকো কনভেনশন হল, প্রগতি স্বরণী, বারিধারা, ঢাকাতে; ফু ওয়াং ফুডের বেলা ১১টায়, গোল্ডেন টিউলিপ, বনানী, ঢাকাতে; কনফিডেন্স সিমেন্টের বেলা ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, ম্যাডাম বিবিরহাট, ভাটিয়ারি, সিতাকুন্ড, চিটাগাংয়ে এবং ইনটেকের এজিএম একই দিন সকাল ১০টায়, রাওয়া কনভেনশন হল, মহাখালী, ঢাকাতে অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে কোম্পানিগুলোর এজিএমে অনুমোদিত হতে পারে।
এর আগে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিবিএস কেবলস ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ১০ শতাংশ বোনাস, আরএন স্পিনিং ১০ শতাংশ বোনাস, ফার কেমিক্যাল ১০ শতাংশ বোনাস, গ্লোবাল হেভি কেমিক্যালস ১০ শতাংশ নগদ (পরিচালক ব্যতীত), ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, ফু ওয়াং ফুড ১০ শতাংশ বোনাস, কনফিডেন্স সিমেন্ট ১৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস এবং ইনটেক লিমিটেড ১১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













