আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশে ডালের দাম বাড়ছে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-২৩ ১১:৪৯:৫৪
আন্তর্জাতিক বাজারে ডালের দাম বাড়ায় এর প্রভাব পড়েছে দেশের বাজারে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে আমদানি করা ও দেশে উৎপাদিত মসুর, খেসারি, মটর, ছোলাসহ সব ধরনের ডালের দাম বেড়েছে কেজিতে সর্বোচ্চ ১০ টাকা।
গতকাল খাতুনগঞ্জ বাজারে পাইকারি আড়তগুলো ঘুরে অস্ট্রেলিয়া ও কানাডা থেকে আমদানি করা মসুর ডাল সবচেয়ে বেশি বিক্রি হতে দেখা যায়।
এদিন আমদানি করা মসুর ডাল কেজিপ্রতি ৪৩ টাকায় বিক্রি হতে দেখা যায়। এক সপ্তাহ আগেও এসব মসুর ডাল কেজিপ্রতি ৪০ টাকার নিচে বিক্রি হয়েছিল, দেশে উৎপাদিত প্রতি কেজি মসুর ডাল সর্বোচ্চ ৮০ টাকায়। এক সপ্তাহ আগেও পণ্যটি কেজিপ্রতি সর্বোচ্চ ৭০ টাকায় বিক্রি হয়েছিল।
পাইকারি বাজারে প্রতি কেজি খেসারি ডাল মানভেদে ৩০-৩১ টাকায় বিক্রি হয়েছিল যা কেজি প্রতি বেড়ে দাঁড়িয়েছে ৩২-৩৩ টাকায়।
গতকাল বাজারে প্রতি কেজি ছোলা মানভেদে ৬৪-৬৬ টাকায় বিক্রি হয়। এক সপ্তাহ আগেও পণ্যটি কেজিপ্রতি ৫৫-৫৬ টাকায় বিক্রি হয়েছিল। বর্তমানে প্রতি কেজি সাদা মটর ৩৩ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও পণ্যটি কেজিপ্রতি ২৭ টাকায় বিক্রি হয়েছিল।
স্থানীয় ব্যবসায়ী ও আমদানিকারকদের ভাষ্য, একদিকে বাড়তি বুকিং দর, অন্যদিকে আমদানি কমে আসার কারণে দেশের বাজারে ডালের সরবরাহ সংকট তৈরি হয়েছে। এর জের ধরে বাড়তে শুরু করেছে সব ধরনের ডালের দাম। অপর্যাপ্ত সরবরাহের কারণে আগামী দিনগুলোতেও পাইকারি পর্যায়ে সব ধরনের ডালের দাম বাড়তি থাকতে পারে বলে মনে করছেন তারা।