স্বাস্থ্যসম্মত চা পান্ডার বিষ্ঠায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-২৩ ১১:৫৬:৩৪


পান্ডা ডাং টি বিশ্বের তৃতীয় দামি চা। এটি চীনের আরেকটি জনপ্রিয় চায়ের ব্র্যান্ড। দেশটির সিচুয়ান প্রদেশের পশ্চিমাঞ্চলে ইয়ান পর্বতের পাদদেশে অত্যন্ত দামি এ চায়ের আদি নিবাস। একে পুরোপুরি অর্গানিক চা বলে দাবি করেন স্থানীয়রা। কেননা এ চা উৎপাদনে রাসায়নিক সার ব্যবহার করা হয় না। সার হিসেবে ব্যবহার করা হয় পান্ডার বিষ্ঠা। পান্ডাকে কচি বাঁশ, বাঁশ পাতা ও চা পাতা খাওয়ানো হয়। পরবর্তী সময়ে পান্ডার বিষ্ঠা সংগ্রহ করার পর সেগুলো বিশেষ উপায়ে প্রক্রিয়াজাত করে চা পাতার নির্যাসযুক্ত বিষ্ঠা থেকে চা উৎপাদন করা হয়। এসব কারণে পান্ডা ডাং টি পুরোপুরি স্বাস্থ্যসম্মত। উচ্চপুষ্টিগুণসম্পন্ন। সরবরাহ খুব কম। দামও তুলনামূলক অনেক বেশি। প্রতি কেজি পান্ডা ডাং চা কিনতে আপনার পকেট থেকে গুনতে হবে ৭০ হাজার ডলার।