আসন্ন একাদশ নির্বাচন সামনে রেখে রংপুরে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী এক জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকায় মার্কায় ভোট দিয়ে আবারও দেশ সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান।রোববার বেলা পৌনে ১টার তিনি এ আহ্বান জানান।
নৌকায় মার্কায় ভোট দিয়ে আবারও দেশ সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, আপনারা নৌকাকে ভোট দেবেন। আবার যেন আপনাদের সেবা করতে পারি, আপবার যেন আপনাদের জন্য কাজ করতে পারি। এটাই সবার কাছে আমার আবেদন।