জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া কর কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, করদাতাদের কোনো ধরনের হয়রানি করা হলে কঠোর শাস্তি দেওয়া হবে। কর ব্যবস্থা আধুনিকায়নের জন্য অটোমেশনের কাজ চলছে- উল্লেখ করে তিনি বলেন, এর ফলে কর আদায় ও পরিশোধ প্রক্রিয়া আরও সহজ হবে। করদাতার হয়রানি অনেক কমে আসবে। জনগণ কর প্রদানে উদ্বুদ্ধ হবেন।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ের এফডিসি ভবনে 'ডিবেট ফর ডেমোক্রেসি' আয়োজিত কর ব্যবস্থাপনাবিষয়ক সংসদীয় ছায়া বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।