ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৩ ১৫:১৮:৪৯


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১৩ পয়েন্টে এবং ডিএসই ৩০সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৫০ পয়েন্টে।

লেনদের হওয়া ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

আর দিনশেষে লেনদেন হয়েছে ৩৫৩ কোটি ৬৩ লাখ ৯৭ হাজার টাকা। আগের দিন থেকে লেনদেন ১০৯ কোটি টাকা কমেছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬২ কোটি ৮৫ লাখ ৫১ হাজার টাকা।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৯৪ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯২টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। সিএসইতে মোট ৬০ কোটি ৬৮ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস