দর বৃদ্ধির শীর্ষে কাসেম ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৩ ১৫:৪১:৫৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৩.৯০ টাকা। রবিবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৪৮.১০ টাকায়। অর্থাৎ কাসেম ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৪.২০ টাকা বা ৯.৫৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইর গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে বিডি অটোকারসের ৮.৭৪ শতাংশ, খুলনা পাওয়ারের ৭.৩২ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৫.৩৬ শতাংশ, ফাইন ফুডসের ৫.২৮ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ৪.৭৬ শতাংশ, বেক্সিমকোর ৪.১৭ শতাংশ, আরএসআরএম স্টিলের ৪.০৩ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৩.৪৯ শতাংশ এবং মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলসের শেয়ার দর ৩.৪২ শতাংশ বেড়েছে।

সান বিডি/এসকেএস