দর পতনের শীর্ষে ইবিএল ফার্স্ট মিউচুয়াল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৩ ১৭:১৭:৩০
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ বা ৬০ পয়সা কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫ বারে ৪২১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অগ্রনী ইন্স্যুরেন্স । কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৯ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭৪ বারে ৭৩ হাজার ৬৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ লাখ ৭৬ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৪ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১২২ বারে ১ লাখ ৩৬ হাজার ১৫২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ লাখ ৯২ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ৬.৭২ শতাংশ, এমবি ফার্মার ৬.৪৪ শতাংশ, রুপালী ইন্স্যুরেন্সের ৬.২৮ শতাংশ, সোনালী আশেঁর ৬.১৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫.৬৪ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৫.৫৪ শতাংশ ও ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ৫.২৬ শতাংশ শেয়ার দর কমেছে।
সান বিডি/এসকেএস