গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড দেশের বাজারে নিয়ে এলো আকর্ষণীয় হান্টকির জি এস ৬০০ ওয়াট গেমিং পাওয়ার সাপ্লাই।
প্রোফেশনাল গেমারদের জন্য এটি একটি স্বল্পমূল্যে নির্ভরযোগ্য গেমিং পাওয়ার সাপ্লাই। শতকরা ৮৫% পর্যন্ত শক্তি দক্ষতা এবং ৮০ প্লাস সার্টিফাইড যা বর্তমান গেমারদের কাছে বেশ জনপ্রিয়। এছাড়াও এই পাওয়ার সাপ্লাই এ রয়েছে একাধিক নিরাপত্তা সুরক্ষা। হান্টকির জি এস সিরিজের পাওয়ার সাপ্লাই ৮০ প্লাস হওয়ায় থাকছে সক্রিয় পি এফ সি এবং নির্ভরযোগ্য শক্তি সরবরাহের নিশ্চয়তা।
আর এই পাওয়ার সাপ্লাইটির মূল্য মাত্র ৪,০০০ টাকা। সাথে থাকছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। পাওয়ার সাপ্লাইটি পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ড এর যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৯৬৯৬৩৩২২৮।
বিজ্ঞপ্তি/জিইউ