ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তৈরি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান ফোর উইংস লিমিটেড’র চেয়ারম্যান ওসামা তাসীর। একইসঙ্গে সংগঠনটির উর্ধ্বতন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ওয়াকার আহমেদ চৌধুরী ও সহ-সভাপতি হয়েছেন ইমরান আহমেদ।
শনিবার (২২ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলের ঢাকা চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত ডিসিসিআই’র ৫৭তম বার্ষিক সাধারণ সভায় দায়িত্ব পাওয়া নতুনদের নির্বাচিত করা হয়। সংগঠনটির পক্ষে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা চেম্বারের নবনির্বাচিত অন্য পরিচালকরা হলেন আশরাফ আহমেদ, দ্বীন মোহাম্মদ, এনামুল হক পাটোয়ারী, মোঃ রাশেদুল করিম মুন্না এবং শামস্ মাহমুদ। ২০১৯ সালের দায়িত্ব পালনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
ডিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি ওসামা তাসীর বাংলাদেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক খাতের একজন সফল উদ্যোক্তা। তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। শতভাগ তৈরী পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান ফোর উইংস লিমিটেড এর চেয়ারম্যান। এর আগেও তিনি ঢাকা চেম্বারসহ একাধিক সংগঠনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।