যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমি ও মোহম্মদপুরে বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবা এবং কম্বল বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান কানুতোষ মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন আশপাশের শাখা সমূহের কর্মকর্তারা ও স্থানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রায় ৩ হাজার ৩০০ রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এ ছাড়া ৪২০ জন রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে শীতার্তদের মাঝে কম্বলও বিতরণ করা হয়।
সানবিডি/বিজ্ঞপ্তি