গাজীপুরের শ্রীপুরের কেওয়া এলাকায় অবস্থিত সাহারা জুট মিলে আগুন লেগেছে। সোমবার সকাল পৌনে ৬টার দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি বলেন, প্রথমে ওই কারখানার শেডে আগুন লাগে, পরে দ্রুত তা গুদামে ছড়িয়ে পড়ে। গুদামে পাট, সুতা ও পাটজাত পণ্যসহ বিভিন্ন দাহ্য উপকরণ থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানাতে পারেনি তিনি।
তিনি বলেন, প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।