খ্রিষ্টান ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব বড় দিন আগামীকাল মঙ্গলবার (২৫ ডিসেম্বর ) । এদিন দেশের সরকারি, আধাসরকারি ও সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই কারণে বন্ধ থাকবে দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন।
জানা গেছে, বড়দিনের ছুটির পর ২৬ ও ২৭ ডিসেম্বর ২ দিন স্বাভাবিক নিয়মেই পুঁজিবাজারে চলবে লেনদেন। চলতি সপ্তাহে লেনদেনের পর আগামী ২৮ ডিসেম্বর থকে ৩১ ডিসেম্বর র্পযন্ত পুঁজিবাজার বন্ধ থাকবে ।
এর মধ্যে ২৮ ও ২৯ ডিসেম্বর শুক্রবার ও শনিবার । এ দুদিন সাপ্তাহিক ছুটি। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন তাই সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর “ব্যাংক হলিডে” থাকায় এদিনও বন্ধ থাকবে পুঁজবাজার। তাই সাপ্তাহিক ছুটি, জাতীয় নির্বাচন ও ব্যাংক হলিডে মিলিয়ে বছরের শেষ ৪ দিন উভয় পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।
সান বিডি/এসকেএস