আজ সোমবার কামরাঙ্গীচরের জনসভায় অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে এ জনসভার আয়োজন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় রাজধানীর কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেয়ার কথা থাকরেও এখনো সেখানে পৌছায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় ও ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) নেতারা ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকার মহাজোট মনোনীত প্রার্থীরাও উপস্থিত থাকবেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জনসভাকে সার্বিকভাবে সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।