জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।এখন অভিনয় তেমন একটা করছেন না তিনি। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ (মিরপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেছিলেন তিনি। কিন্তু মনোনয়ন পাননি । মনোনয়ন না পেলেও মাঠ ছাড়েননি তিনি। মানুষের ধারে ধারে চাইছেন ভোট! চালাচ্ছেন প্রচারণা।
নিজের ভোটের প্রচারণা নয়। চালাচ্ছেন ঢাকা ১৭ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অভিনেতা ফারুকের নির্বাচনী প্রচারণায় দেখা যাচ্ছে তাকে। এই আসনে মানুষকে জানাচ্ছেন,দলমত নির্বিশেষে ফারুককে সকলের ভোট দেওয়া উচিত।
চিত্রনায়ক ফারুকের প্রচারণা বিষয়ে ডিপজল বলেন, 'ফারুক আমার মামু, তারে আমি মামু কই। তার লগে আমার সম্পর্ক খুবই ভালো। তারে জিতাইতে কাজ করতাছি। মানুষের দ্বারে দ্বারে যাইয়া আমার মামুর জন্য ভোট চাইতেছি। আশা করি গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট এলাকার জনগণ আমার মামুরে ভোট দিয়া নির্বাচিত করবো।'
ডিপজল আরও বলেন, ‘ আমাদের মামু-ভাগিনার সম্পর্ক বহুত দিনের। বিশ বছরেরও বেশি।মামুর জন্য সবার কাছে ভোট চাইছি। মামুরে জিতাইতে হইবো।'
শুধু ডিপজলই নয় চলচ্চিত্রাঙ্গনের অনেকেই চিত্রনায়ক ফারুকের ভোট চাইছেন।