সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। একইসঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৫৪ পয়েন্টে।
লেনদের হওয়া ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
আর দিনশেষে লেনদেন হয়েছে ৩৫৭ কোটি ৪১ লাখ টাকার। আগের দিন থেকে লেনদেন ৪ কোটি টাকা বেড়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৩ কোটি টাকা।
অপরদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২২৫ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৬টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর। সিএসইতে আজ মোট ৩২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস