সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রগতি ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রবিবার প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ২৭.৭০ টাকায়। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২৬.২০ টাকায়। অর্থাৎ আজ প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৫০ টাকা বা ৫.৪২ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ৫.০৩ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৪.৬১ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ৪.৫৫ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.৪৯ শতাংশ, বেক্সিমকো সিনথেটিকসের ৪ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৩.৮৮ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৩.৮২ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৭৭ শতাংশ এবং এনভয় টেক্সটাইলের শেয়ার দর ৩.৫১ শতাংশ কমেছে।
সান বিডি/এসকেএস