দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৪ ১৬:২০:২৩


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি অটোকার্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার কোম্পানিটির শেয়ার দর ছিল ২৪৩.৯০ টাকা। সোমবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ২৬৫.২০ টাকায়। অর্থাৎ বিডি অটোকারসের শেয়ার দর ২১.৩০ টাকা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইর দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে সোনালী আঁশের ৭.৪৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪৩ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৫.৩৩ শতাংশ, মুন্নু সিরামিকের ৫.৩০ শতাংশ, এসকে ট্রিমসের ৪.৮২ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড প্রথমের ৪.৬২ শতাংশ, আমান ফিডের ৪.৩৫ শতাংশ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ৪.২০ শতাংশ এবং ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর ৪.০৪ শতাংশ বেড়েছে।

সান বিডি/এসকেএস