প্রবৃদ্ধি বাড়াতে সচেষ্ট আমরা নেটওয়ার্কস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৪ ২৩:৩৪:১০

আমরা নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ফারহাদ আহমেদ বলেছেন, আমরা সব সময় কোম্পানির প্রবৃদ্ধি বাড়াতে কাজ করছি। আমরা চাই সবাইকে নিয়ে ভালো থাকতে।
ঢাকার গুলশানে ডেল্টা লাইফ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কস লিমিটেড (এএনএল)-এর ১৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ। এসময় তিনি শেয়ারহোল্ডারদের স্বাগত জানান।
ফারহাদ আহমেদ বলেন, ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশের আইসিটি খাতে অনেক প্রবৃদ্ধি হয়েছে। আমরা নেটওয়ার্কস লিমিটেডও এ-বছর তার কর্ম-পরিধিতে বৈচিত্র্য আনতে সচেষ্ট ছিল। আগামী দিনেও এটি অব্যহত থাকবে বলে জানান তিনি।
তিনি বলেন,শেয়ারহোল্ডারবৃন্দের স্থিতিশীল প্রবৃদ্ধি ও মুনাফা নিশ্চিত করতে আমাদের বিনিয়োগে প্রাধান্য পেয়েছে। হালনাগাদ অবকাঠামো তৈরী ও নতুন দক্ষতা সৃষ্টি হয়েছে। যেখানে ছিল তথ্যপ্রযুক্তি-বাজারে অন্যতম শীর্ষস্থান ধরে রাখার সুস্পষ্ট লক্ষ্য।
বার্ষিক সাধারণ সভায় কোম্পানির বিধি অনুযায়ী সৈয়দ ফারুক আহমেদ ও ফাহমিদা আহমেদ যথাক্রমে কোম্পানির চেয়ারম্যান ও পরিচালক হিসেবে পুনর্নিবাচিত হয়েছেন। আমরা নেটওয়ার্কস লিমিটেড (এএনএল) ২০১৮ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কোম্পানিকে সহযোগিতা ও কোম্পানি পরিচালনায় অবদান রাখার জন্য অংশীদার, শেয়ারহোল্ডার, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাকে ধন্যবাদ জানান। পর্ষদ ২০১৮ সালে কঠোর পরিশ্রম, আত্মোৎসর্গ ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সফলতা অর্জন করায় তাঁর সকল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক সৈয়দা মুনিয়া আহমেদ ও ফাহমিদা আহমেদ, স্বতন্ত্র পরিচালক মাহবুব মুস্তাফিজুর রহমান, গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জহরুল সৈয়দ বখ্ত, কোম্পানি সচিব এ.কে.এম কামরুজ্জামান, প্রধান পরিচালন কর্মকর্তা সারফুল আলম এবং প্রধান অর্থ কর্মকর্তা মো. এনামুল হক।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













