জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনসহ জোটের শীর্ষ ১০ নেতা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করবে। আজ মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ বৈঠক হওয়ার কথা।
ঐক্যফ্রন্টের প্রচার ও মিডিয়া সেলের কর্মকর্তা মেহেদী মাসুদ প্রথম আলোকে বলেন, কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ ১০ নেতা আজ নির্বাচন কমিশনে যাবেন। তিনি জানান, আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় তাঁরা যে সমাবেশ করতে চান, সে বিষয় নিয়ে কথা বলতে যাবেন নেতারা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়।
গত রোববার ইসিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেছিলেন, সমাবেশের ব্যাপারে ডিএমপি কমিশনার তাঁদের জানিয়েছেন যে ২৪ ডিসেম্বরের পর ঢাকায় আর জনসভা করা যাবে না। অথচ নির্বাচনী আইন অনুযায়ী, ২৮ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রচার চালানো যাবে। এ বিষয়ে সেদিন তারা সিইসির সঙ্গে দেখা করে কথা বলে এসেছেন।
আজ জোটের শীর্ষ নেতারা যাবেন ঢাকার সমাবেশসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে।