আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলাপর্যায়ে ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার দেশের বিভিন্ন জেলায় এসব ব্যালট পেপার পাঠানো শুরু হয়।
গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস ও সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে এসব ব্যালট পেপার সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট নির্বাচন কর্মকর্তার হাতে তুলে দেয়া হয়। আজ বুধবার বাকি জেলাগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে।
ইসির কর্মকর্তারা জানান, কয়েকটি আসনে উচ্চ আদালাতের রায়ে প্রার্থী পরিবর্তন হওয়ায় ওইসব আসনের ব্যালট ছাপানো নিয়ে বিপাকে পড়েছেন কর্মকর্তারা। এসব আসনে একবার ব্যালট ছাপানোর পর প্রার্থী পরিবর্তন হওয়ায় ওইসব ব্যালট বাদ দিয়ে আবার নতুন করে ছাপতে হচ্ছে।
কর্মকর্তারা আরও জানান, মঙ্গলবারও উচ্চ আদালতের রায়ে কয়েকটি আসনের প্রার্থী পরিবর্তনের বিষয়ে নির্দেশনা এসেছে। এসব নির্দেশনা মেনে প্রার্থী তালিকায় পরিবর্তন আনতে হচ্ছে।
কারণ ব্যালটে প্রার্থীদের নাম উল্লেখ করতে হচ্ছে। ব্যালট নিতে আসা ইসির নিজস্ব কয়েকজন কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে ব্যালট পেপার জেলাগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে।
সানবিডি/এনজে