সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৬ ১৫:২৩:৩৩


সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। একইসঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে বেড়েছে।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২২৬ পয়েন্টে এবং ডিএসই ৩০সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৬৮ পয়েন্টে।

লেনদের হওয়া ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২১টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

আর দিনশেষে লেনদেন হয়েছে ৩৮৮ কোটি ২৪ লাখ ৯ হাজার টাকার। যা আগের দিনের চেয়ে ৩০ কোটি ৮২ লাখ টাকা বেশি। সোমবার ডিএসইতে ৩৫৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অপরদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৫৯ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৫টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। সিএসইতে আজ মোট ৬১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস