বিএনপির আরও তিন প্রার্থীর প্রার্থিতা স্থগিত করেছেন হাইকোর্ট। তারা উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে নির্বাচনে অংশ নেওয়ায় এই তিন প্রার্থীর প্রার্থিতা স্থগিত করেছেন।
স্থগিত আদেশ পাওয়া ধানের শীষের প্রার্থীরা হলেন- নাটোর-৪ আসনে আব্দুল আজিজ, গাইবান্ধা-৪ আসনে ফারুক কবির এবং নরসিংদী-৩ আসনে মঞ্জুর এলাহী।
বুধবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগেও একই কারণে বিএনপির বেশ কয়েকজন প্রার্থীর নির্বাচন করার সুযোগ আদালতের আদেশে বন্ধ হয়ে যায়।