কপারটেকের আইপিও অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১২-২৬ ১৭:১৩:১৭
পুঁজিবাজারে থেকে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭০তম সভায় এ অনুমোদন দেয়া হয়।
জানা যায়, আইপিওর মাধ্যমে বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি । কোম্পানিটিকে ১০ টাকা ইস্যু মূল্যের ২ কোটি সাধারণ শেয়ার আইপিও এর মাধ্যমে ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে।
আইপিওর মাধ্যমে উত্তোলিত ২০ কোটি টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ ও আইপিও খরচ বাবদ ব্যয় করবে।
৩০ জুন ২০১৮ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রকৃত সম্পদ মূল্য(এনএভি) হয়েছে ১২.০৬ টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৬০ টাকা
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।
সান বিডি/এসকেএস