জাহিন স্পিনিংয়ের রাইট অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১২-২৬ ১৭:৩৯:৪৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের জাহিন স্পিনিংয়ের রাইট শেয়ারে সম্মতি দিয়েছেন শেয়ার হোল্ডাররা। আজ বুধবার কোম্পানির তৃতীয় বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা এ সম্মতি দেন।

রাজধানী সুগন্ধা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান সুমন।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ ২:২ হারে রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলো। সেই সিদ্ধান্ত অনুসারে কোম্পানিটি রাইট শেয়ার ছাড়ার মাধ্যমে বাজার থেকে প্রায় ৪৯ কোটি টাকা উত্তোলন করতে চায়। তবে সবকিছু নির্ভর করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের উপর। কমিশন অনুমোদন দিলেই রাইট শেয়ারের মাধ্যমে টাকা তুলতে পারবে কোম্পানিটি।

উত্তোলিত টাকা দিকে কোম্পানিটি ব্যবসা সম্প্রারণ করবে। ব্যবসা সম্প্রসারণের মধ্যে ৪৭ কোটি টাকা দিয়ে যন্ত্রপাতি আমদানি করবে। বাকি টাকা দিয়ে রাইট শেয়ারের ব্যয় বাবদ খরচ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক নুসরাত জাহান, প্রধান হিসাব কর্মকর্তা ফারুক হোসাইন, কোম্পানি সচিব মহিন উদ্দিন প্রমুখ।

সানবিডি/এসকেএস