শেয়ার দর পতনের শীর্ষে ইস্টার্ন কেবলস
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১২-২৬ ১৭:১৩:৫৩
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দরপতনেরশীর্ষে উঠে এসেছে ইস্টার্ন কেবলস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সোমবার ইস্টার্ন কেবলসের শেয়ার দর ছিল ২৫৩.১০ টাকায়। বুধবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ২৩৩.৫০ টাকায়। অর্থাৎ আজ ইস্টার্ন কেবলসের শেয়ার দর ১৯.৫০ টাকা বা ৭.৭৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে পতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আনলিমা ইয়ার্নের ৬.০৮ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৫ শতাংশ, গ্রীনডেল্টার ৪.৬৭ শতাংশ, প্যারমাউন্ট ইন্স্যুরেন্সের ৩.৮৫ শতাংশ, খুলনা পাওয়ারের ৩.৮২ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৩.৫৬ শতাংশ, এইচআর টেক্সটাইলের ২.৮৮ শতাংশ, লিবরা ইনফিউশনের ২.৮৪ শতাংশ এবং শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর ২.৬১ শতাংশ কমেছে।
সান বিডি/এসকেএস