শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ফনিক্স ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৬ ১৭:১২:৩৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফনিক্স ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার কোম্পানিটির শেয়ার দর ছিল ২৫.৯০ টাকা। বুধবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ২৮.২০ টাকায়। অর্থাৎ ফনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৩০ টাকা বা ৮.৮৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইর দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে বিডি অটোকারসের ৮.৭৫ শতাংশ, বে লিজিংয়ের ৮.৬২ শতাংশ, শেফার্ড ইন্ডস্ট্রিজের ৬.৭৫ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৫.৫৯ শতাংশ, এআইবিএল প্রথম ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ, সায়হাম কটনের ৫.৪৪ শতাংশ, ইবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪১ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫ শতাংশ এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার দর ৫ শতাংশ বেড়েছে।
সান বিডি/এসকেএস