চাহিদা কমায় অ্যালুমিনিয়ামের দরপতন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-২৬ ১৭:৪২:৫৭
চাহিদা কমার আশঙ্কায় নিম্নমুখী হয়ে পড়েছে অ্যালুমিনিয়ামের বাজার। গত সোমবারও লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) পণ্যটির দাম আগের দিনের তুলনায় কমে বিগত ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। এ নিয়ে টানা চার কার্যদিবস পণ্যটির দাম কমল।
অ্যালুমিনিয়াম সবচেয়ে হালকা ধাতুর একটি। এ কারণে বিশ্বজুড়ে পরিবহন, মোড়কজাত, অবকাঠামো নির্মাণ ও বিদ্যুৎ সঞ্চালনসহ বিভিন্ন কাজে পণ্যটি বহুল ব্যবহার হয়। নন-ফেরাস ধাতুর মধ্যে অ্যালুমিনিয়ামই সবচেয়ে বেশি ব্যবহার হয়। চীন পণ্যটির শীর্ষ উৎপাদক। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্যযুদ্ধ শুরুর পর থেকেই অন্যান্য শিল্প ধাতুর মতো পণ্যটির বাজারেও অস্থিরতা বিরাজ করছে। রুশ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান রুশাল পিএলসির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় চাহিদা কমার বিপরীতে পণ্যটির সরবরাহ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণেও পণ্যটির দাম কমছে। রুশাল বিশ্বের দ্বিতীয় শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক প্রতিষ্ঠান।
গত সোমবার এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে অ্যালুমিনিয়ামের দাম দাঁড়ায় টনপ্রতি ১ হাজার ৮৯৮ ডলার, যা ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৮ ডিসেম্বর পণ্যটির দাম বেড়েছিল। ওইদিন পণ্যটি লেনদেন হয়েছিল টনপ্রতি ১ হাজার ৯৩৯ ডলারে। এর আগের দিনও পণ্যটির দাম বেড়েছিল। তবে ১৭ ডিসেম্বরের আগেও টানা পাঁচ কার্যদিবস পণ্যটির দাম কমতির দিকে ছিল। গত এক মাসের মধ্যে অ্যালুমিনিয়াম সর্বোচ্চ দামে লেনদেন হয়েছিল ৪ ডিসেম্বর। ওইদিন পণ্যটি টনপ্রতি ১ হাজার ৯৮৪ দশমিক ৫ ডলারে লেনদেন হয়েছিল।