অাগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীরা প্রচার-প্রচারণার শেষ পর্যায়ে অাছেন। অাজ বৃহস্পতিবারই মূলত প্রচারণার শেষ দিন। শুক্রবার সকাল ৮টায় প্রচারণা শেষ হবে।
নির্বাচনী প্রচারণার শেষ দিনে অাজ মিছিলের নগরীতে মুখর হবে রাজধানী ঢাকা। সেভাবে প্রার্থীরা প্রস্তুতিও নিয়েছেন। তবে বিএনপি বা ২০ দলীয় কোনো প্রার্থীর কর্মসূচি জানা যায়নি।
ঢাকা মহানগরীর অাওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থীদের কাছ থেকে জানা গেছে, ঢাকা-৮ অাসনের মহাজোট প্রার্থী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন অাজ পল্টন, মতিঝিল ও শাহবাগ এলাকায় গণসংযোগ করবেন।
এ ছাড়া সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউ থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নির্বাচনী মিছিল বের করবে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এ অাসনে বিএনপির প্রার্থী মির্জা অাব্বাসও অাজ গণসংযোগ করবেন।
ঢাকা-৯ অাসনের অাওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী তার এলাকায় নির্বাচনী শেষ শোভাযাত্রা করবেন অাজ। বেলা অাড়াইটায় মালিবাগ কমিউনিটি সেন্টার থেকে এ মিছিল বের হবে।
বেলা দেড়টায় ঢাকা-১০ অাসনের অাওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা বের হবে। ধানমন্ডি-৩২ নম্বর থেকে এ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট গিয়ে শেষ হবে।
ঢাকা-১৩ অাসনের অাওয়ামী লীগ প্রার্থী সাদেক খান অাজ বেলা অাড়াইটায় শেষ গণমিছিল করবেন। রায়ের বাজার বৈশাখী মাঠ থেকে এ গণমিছিল বের হবে।
ঢাকা-১৮ অাসনের অাওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট সাহারা খাতুন বিশাল শোডাউন করবেন। অাশকোনা মাঠে জড়ো হয়ে তিনি তার এলাকায় নির্বাচনী প্রচারণা চালাবেন।
এ ছাড়া রাজধানীর অন্যান্য অাসনের প্রার্থীরাও অাজ শেষ গণসংযোগ করবেন। সে কারণে প্রত্যেকের গণসংযোগ গণমিছিলে পরিণত হবে। তাই সবারই ধারণা অাজ ঢাকা হবে মিছিলের নগরী।