গত ৫ মাসে পাকিস্তানে ৬৫% বেড়েছে ডাল আমদানি
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৭ ১০:৫০:০৮
পাকিস্তানে ডাল আমদানিতে চাঙ্গাভাব বজায় রয়েছে। চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) দেশটিতে মসুর, মুগ, খেসারিসহ বিভিন্ন ধরনের ডাল আমদানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬৫ শতাংশ বেড়েছে। একই সময়ে ডাল আমদানি বাবদ দেশটির আমদানিকারকদের ব্যয় বেড়েছে ১৬ শতাংশ। পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (পিবিএস) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
পিবিএসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-নভেম্বরে পাকিস্তানি আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ৪ লাখ ৫ হাজার ৬৬০ টন ডাল আমদানি করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬৫ শতাংশ বেশি। ২০১৭-১৮ অর্থবছরের প্রথম পাঁচ মাসে দেশটিতে ২ লাখ ৪৬ হাজার ৩৫০ টন ডাল আমদানি হয়েছিল। গত পাঁচ মাসে ডাল আমদানি বাবদ পাকিস্তানের ব্যয় হয়েছে ২৪ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার ডলার। এক বছরের ব্যবধানে এ বাবদ দেশটির ব্যয় বেড়েছে ১৬ শতাংশ।
এদিকে মাসভিত্তিক হিসাবে সর্বশেষ নভেম্বরে পাকিস্তানে মোট ৬১ হাজার ২৫৪ টন ডাল আমদানি হয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় ১৫ শতাংশ বেশি। ২০১৭ সালে নভেম্বরে পাকিস্তানে মোট ৫৩ হাজার ৪০৮ টন ডাল আমদানি হয়েছিল। সে হিসাবে গত নভেম্বরে দেশটিতে পণ্যটির আমদানি বেড়েছে ৭ হাজার ৮৪৬ টন।